Header Ads

Header ADS

নদী বন্ধু


রাজশাহী বন্ধুসভার বন্ধু মৌমিতা তাসরিন নদী। সম্প্রতি নদী নামে গানের অ্যালবাম বের করেছেন। অ্যালবামটিতে মোট ১৩টি গান রয়েছে, যার মধ্যে আটটিই তাঁর একক গান। বাকি পাঁচটি ডুয়েট গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, তাহসান খান, আরেফিন রুমি, ইমরান ও এ এফ এম তারেক। এ ছাড়া অ্যালবামটিতে দুটি বোনাস ট্র্যাক রয়েছে। একটি ডিজে ট্র্যাক, যেটি করেছেন ডিজে রাহাত এবং আরেকটি ক্লাসিক্যাল ট্র্যাক। অ্যালবামটি বাজারে এসেছে ডেডলাইন মিউজিকের ব্যানারে পাউয়ার্ড বাই জাজ মাল্টিমিডিয়া। সংগীত পরিচালনায় ছিলেন শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, তাহসান খান, হৃদয় খান, আরেফিন রুমি, রাফা, সাজিব সরকার ও জুয়েল মোরশেদ।

২৪ মে ২০১৫ প্রথম আলোতে প্রকাশিত

No comments

Powered by Blogger.